
17
Oct
৩৯ তম বারের মতো ও পজিটিভ (o+) লাল ভালোবাসা দান
তিন মাসের আগে নয়❌
_____চারমাস হলে ভালো হয়,
নিজের প্রতি যত্ন নিন-
___নিয়ম মেনে রক্ত দিন🩸
আলহামদুলিল্লাহ
বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশন এর সন্মানিত এডমিন নাজমুল এইচ খান কে অভিনন্দন।
৩৯ তম বারের মতো ও পজিটিভ (o+) লাল ভালোবাসা দান করলেন,
মানবিক মানুষের কাজ হচ্ছে মানবতার আহবানে সাড়া দিয়ে সাধ্যমত সহযোগিতা করা,
জয় হউক মানবতার জয় হউক মানবিকতার।