Blog Details

Blog Image

স্যালুট জানায় মানবিক যোদ্ধাদের

 আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশন এর সম্মানিত এডমিনগন রক্ত দানের জন্য নিজেরাই উপস্থিত। শৈলকুপা পাইলট স্কুলের স্বনামধন্য সাবেক শিক্ষক জগন্নাথ স্যারের এ পজেটিভ ব্লাড দান করলেন বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশন এর সম্মানিত এডমিন  মানবিক যোদ্ধা প্রিয়  Nirmol Dey । প্রিয় ভাইয়ের জন্য গ্রুপের এডমিন, মডারেটর,সকল সেচ্ছাসেবীদের পক্ষ থেকে জানাই অন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। উপস্থিত ছিলেন প্রিয় বড় ভাই  Khondokar Atikuzzaman Shahin, এডমিন বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশন, জনাব Nazmul H Khan , এডমিন, বাংলাদেশের ব্লাড ডোনার এসোসিয়েশন। জনাব Nasir Ahmed Khan, পরামর্শক, বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশন,জনাব Prosanto Kumar Sen পরামর্শক, বাংলাদেশে বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশন, এভাবেই এগিয়ে যাবে আমাদের মানবতা,জয় হোক মানবতার।