
05
Mar
স্যালুট জানায় মানবিক যোদ্ধাদের
আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশন এর সম্মানিত এডমিনগন রক্ত দানের জন্য নিজেরাই উপস্থিত। শৈলকুপা পাইলট স্কুলের স্বনামধন্য সাবেক শিক্ষক জগন্নাথ স্যারের এ পজেটিভ ব্লাড দান করলেন বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশন এর সম্মানিত এডমিন মানবিক যোদ্ধা প্রিয় Nirmol Dey । প্রিয় ভাইয়ের জন্য গ্রুপের এডমিন, মডারেটর,সকল সেচ্ছাসেবীদের পক্ষ থেকে জানাই অন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। উপস্থিত ছিলেন প্রিয় বড় ভাই Khondokar Atikuzzaman Shahin, এডমিন বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশন, জনাব Nazmul H Khan , এডমিন, বাংলাদেশের ব্লাড ডোনার এসোসিয়েশন। জনাব Nasir Ahmed Khan, পরামর্শক, বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশন,জনাব Prosanto Kumar Sen পরামর্শক, বাংলাদেশে বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশন, এভাবেই এগিয়ে যাবে আমাদের মানবতা,জয় হোক মানবতার।